যেখানে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য যুদ্ধ করছি। সেখানে অন্যকে নিজের সাথে জড়ানো, নিজের অস্তিত্বটাকে গলা টিপে হত্যা করার নামান্তর। আমি মুক্তি দিতে পারি কিন্তুু ধরে রাখতে পারিনা। ধরে রাখার সাধ্য আমার নেই। আবার কাওকে জোর করে ধরে রাখতেও পারিনা তাহলে সেটা হবে তার স্বাধীনতাকে হরন করা। আমি সেটা কখনও চাইতে পারিনা।কারন আমিও স্বধীনতাকে ভালবাসি। মুক্তি চাই।মাঝে মাঝে আমার মনের মাঝে তপ্ত মরুভূমিটাতে এক পশলা সুখের বৃষ্টি চাই।আমার লাল, নীল স্বপ্ন গুলোকে ছুতে চাই........... plz click ... lost my scense
No comments