ডিপ্রেশন এমন একটা জিনিস যেটা মানুষকে তিল তিল করে তার স্বাভাবিক জীবন থেকে সরিয়ে নিয়ে আসতে পারে। মানুষ তখনই সবচেয়ে বড় অসহায় বোধ করে কাউকে বোঝানোর মতো হয়তো কেউ থাকেনা নতুবা বুঝার মতো কেউ কিন্তু তারে দেখে সাধারণ মানুষ কখনওই টের পাবেনা কারন নিজের পেরা অন্য কারো উপর ভাগ দেয়াটাও ঠিক ঠিকনা।নিজেরে নিজেই support দিতে গিয়ে যখন পর্যায়টা শেষ স্তরে গিয়ে দারায় তখনই হয়তো মানুষ এখন আমরা যেটাকা trend বলি (suicide) সেটা মহাপাপ জানার পররও ঠিক বা তখনকার জন্য নিজের উত্তম উপায় বলে ধরে নেয়।আর যারাই কেউ ঔ মুহু্রতে কেউ শুনার ছিলনা বলার ছিলনা সাথে ছিলনা আফসোস করতে শুরু করে আহারে বোকা নাকি!!!!প্রেমে ছেকা খাওয়া বা ব্যার্থ হওয়া এইসব বিষয় ছারাও মানুষ আজাইরা বা silly হলেও তা নিয়ে ডিপ্রেশনে পরতে পারে যা থেকে সে কিছুতেই উঠতে পারছেনা weak person বলে বিশেষণ করা যেতে পারে তারে হয়তো।
মনোবল আর আত্মবিশ্বাস নিয়ে শুধুমাএ তারাই টিকে থাকতে পারে এগিয়ে যেতে পারে যারা দুর্লভ চিত্তের। আল্লাহ সবাইকে সাহস মনোবল বারিয়ে দিক
No comments